Dear friends, I had a chance to give treatment support to a Cancer patient by the grace of almighty god.
Latif Ahmed is a talented son of a poor farmer family of Paripattar village in Kalkini police station of Madaripur. He is the second of two sisters and a brother. They had a small amount of one-crop land, from which the family of parents and three brothers and sisters somehow managed. But living in this way is no longer tolerated by fate. Farmer father Mainuddin Dhali died suddenly one day in 1989 of cardiac arrest before his son’s talent blossomed.
Housewife mother Asia Khatun fell into the sea with her three children. In such a situation, what happens in most cases in this country, Asia Khatun did not allow it to happen. He did not let the family float away like straw. With little help from his brothers and whatever land he had, he struggled to keep the family going.
He sent his son to school, married his eldest daughter. After marriage, the girl was able to make her mother’s family a little more dynamic with some money. Once he married the little girl too. And by then Latif’s talent had started to blossom. The mother closed her chest with hope, she embarked on another struggle to teach the boy to become a man. The elder girl’s helping hand also extended with the same hope.
They dreamed that Latif would one day study and grow up, get a great job, and their days of hardship would end. Latif also continued to move forward with that conviction. Passed Secondary School with Merit, Passed Higher Secondary, Higher Student Admission in Department of Statistics, Shahjalal University of Science and Technology, 2003-04 session. Latif continued to move forward, completed his honors on time and enrolled in Masters. Mom’s dream continued to expand. Final exam in December (2010), and only a few months, then the son will pass and go out to work, all the troubles of the mother.
A few days before the start of the Masters final exam, Latif started falling ill frequently. Mild fever, back pain, don’t care. He took the exam while ill, the study phase ended on 28th December 2010, now it’s time to relieve mother’s pain.
After looking at the job circular, he started applying, but the sickness did not subside, but continued to increase. It was recalled that the local doctor, after some tests, the doctor referred him to Dr. Mohakhali Cancer Hospital, the head of the department. Parveen asks Saida to go to Akhtar. Now Latif is nervous. But had to go.
Dr. After some more tests, Saida confirmed that Latif was suffering from terminal cancer of the rectum (Adenocarcinoma). He admitted Latif immediately. The mother rushed from the village, the doctors advised her to urgently take her son to Cancer Center Welfare Home & Thakurpukur, Kolkata for better treatment. To take the Research Institute. He gave an idea about the cost of 6 to 10 lakh rupees.
In this situation, the 55-year-old mother is said to be disoriented due to lack of stones or money. But he did not forget about the beginning days of that struggle in 1989, did not forget about the long twenty-two years of struggling life. He didn’t break down. He stood up. He went to the village and mortgaged all the land and collected one lakh taka and returned to Dhaka.
In the meantime, Latif’s classmates and some dedicated junior students rushed to the news. He assured the mother that they would cover Latif’s medical expenses anyway. They will make Latif healthy. Many people including Nadeem, Bappi, Mamun, Rubel, Malek fell on the road. He ran from department to department with desperate pleas for help. Students saved their daily expenses and came forward to save Latif.
We were surprised and amazed to see that they have already collected around 3 lakh rupees. Latif was already released from Mohakhali Cancer Hospital and admitted to Cancer Center Welfare Home, Research Institute, Thakurpukur, Kolkata. Latif’s treatment has started there. The doctors could not take him directly to the operating table as the tumor had become so large. Attempts are now being made to shrink the tumor with radiotherapy and chemotherapy. Radiotherapy is given 5 days a week, it will last for 5 weeks i.e. 25 radiotherapy should be given in total. Simultaneously (morning-afternoon) chemotherapy is also given. A total of 10 chemotherapy should be given, 5 in the first week and 5 in the fifth week. Blood tests will be done once every week. The medical board will sit after the completion of the course.
I raised some necessary funds for his treatment and gave those to him immediately. After a successful surgery and treatment, Latif was back to home now, and he was recovering fast.
Thank you all my friends for your kindness and love. It would never have been possible to continue all my work without your help and support. I feel always grateful.
রিপন কুমার দে: একজন মানুষের অনেক স্বপ্ন থাকে। তা ক্রমান্বয়ে বাস্তবায়নের প্রচেষ্টা প্রা্য় সবার মনেই থাকে। কেউ এতে সফল হয়, কেউবা ব্যর্থ। একজন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রেরও অনেক সাধনা থাকে স্বপ্ন পূরণের। তারই লক্ষ্যে হয়তো তার বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসা। এই বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়েই হয়তো ঝাপিয়ে পড়বে স্বপ্নকামী ব্যক্তিটি। কিন্তু কখনও কখনও এতে ছেদ পড়ে বিভিন্ন অশুভ বাধায়। যে বাধা পেরুতে পারলে হয়তো পূরণ হয়ে যেতে পারে স্বপ্নকামী ব্যক্তিটির স্বপ্নযাত্রা। আমাদের লতিফ আহমেদ তেমনি একজন স্বপ্নকামী ভাই।
লতিফ আহমেদ মাদারীপুরের কালকিনি থানার পরিপত্তর গ্রামের হতদরিদ্র এক কৃষক পরিবারের মেধাবী সন্তান। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। সামান্য কিছু এক-ফসলি জমি ছিল তাদের যেটার চাষাবাদ থেকেই কোনমতে চলছিল বাবা-মা আর তিন ভাই বোনের সংসার। কিন্তু এই কোনমতে বেঁচেবর্তে থাকাটাও একসময় নিয়তির আর সহ্য হলনা। কৃষক বাবা মাইনুদ্দীন ঢালী তাঁর সন্তানের মেধা প্রস্ফুটিত হওয়ার আগেই ১৯৮৯ সালে হঠাৎ একদিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন।
গৃহিণী মা আসিয়া খাতুন তিন সন্তানকে নিয়ে পড়লেন অথৈ সাগরে। এরকম অবস্থায় এদেশে বেশিরভাগ ক্ষেত্রেই যা হয় আসিয়া খাতুন তা হতে দিলেননা। খড়কুটোর মত ভেসে যেতে দিলেননা সংসারটাকে। ভাইদের সামান্য সহযোগীতা আর যা কিছু জমি-জিরেত ছিল তা দিয়েই সংসারটাকে চালিয়ে নেয়ার কঠোর সংগ্রামে নামলেন তিনি।
ছেলেকে স্কুলে দিলেন, বড় মেয়েটাকে বিয়ে দিলেন। বিয়ের পর মেয়েটা সক্ষম হল কিছু অর্থযোগান দিয়ে মায়ের সংসারটাকে একটু গতিশীল করতে। একসময় ছোট মেয়েটাকেও বিয়ে দিলেন। এবং ততদিনে লতিফের মেধা প্রস্ফুটিত হতে শুরু করেছে। মা আশায় বুক বাধলেন, ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তোলার আরেক সংগ্রামে নামলেন তিনি। বড় মেয়েটার সাহায্যের হাতও প্রসারিত হল একই আশায়।
তাঁরা স্বপ্ন দেখলেন লতিফ একদিন পড়ালেখা শিখে অনেক বড় হবে, মস্ত বড় চাকরী পাবে, তাঁদের কষ্টের দিন শেষ হবে। লতিফও সেই প্রত্যয় নিয়েই তরতরিয়ে এগিয়ে যেতে থাকল। কৃতিত্বের সাথে মাধ্যমিক স্কুল পার হল, উচ্চ মাধ্যমিক পার হল, উচ্চ শিক্ষার্থে ভর্তি হল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে, ২০০৩-০৪ সেশনে। তরতরিয়েই এগিয়ে যেতে থাকল লতিফ, যথাসময়ে অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হল। মায়ের স্বপ্ন প্রসারিত হতে থাকল। ডিসেম্বরে (২০১০) ফাইন্যাল পরীক্ষা, আর তো মাত্র কয়েকটা মাস, এরপর ছেলে পাশ করে বের হয়ে চাকরী করবে, মায়ের সব কষ্ট ঘোচাবে।
মাস্টার্স ফাইন্যাল পরীক্ষা শুরু হওয়ার কিছুদিন আগে থেকেই লতিফ ঘন ঘন অসুস্থ হতে শুরু করে। মামুলী জ্বর, ব্যাক পেইন, পাত্তা দেয়না। অসুস্থ অবস্থাতেই পরীক্ষা দেয়, পড়ালেখা পর্ব শেষ হয় ২৮ শে ডিসেম্বর ২০১০, এবার সময় হল মায়ের কষ্ট ঘোচাবার।
নিয়োগ বিজ্ঞপ্তি দেখে দেখে দরখাস্ত করা শুরু করে, কিন্তু অসুস্থতাটাতো আর কমছেই না, বরং উত্তরোত্তর বেড়েই চলেছে। স্মরণাপন্ন হয় স্থানিয় ডাক্তারের, কিছু পরীক্ষা-নিরিক্ষার পর ডাক্তার সাহেব তাকে মহাখালী ক্যান্সার হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. পারভীন সাইদা আক্তারের কাছে যেতে বলে। এবার লতিফ ঘাবড়ে যায়। কিন্তু যেতেতো হবেই।
ডা. সাইদা আরো কিছু পরীক্ষা-নিরিক্ষার পর নিশ্চিত হন লতিফ মরণব্যাধি রেকটাম (Adenocarcinoma) ক্যান্সারে আক্রান্ত। লতিফকে তিনি ভর্তি করে নেন তখনই। মা ছুটে আসেন গ্রাম থেকে, ডাক্তাররা তাঁকে পরামর্শ দেন উন্নত চিকিৎসার জন্য ছেলেকে জরুরীভিত্তিতে কলকাতার ঠাকুরপুকুরের Cancer Centre Welfare Home & Research Institute নিয়ে যেতে। খরচের ব্যাপারে ধারনা দেন ৬ থেকে ১০ লাখ টাকা খরচ হতে পারে।
এ অবস্থায় ৫৫ বছরের বৃদ্ধ মায়ের অধিক শোকে পাথর বা টাকার অভাবে দিশাহারা হয়ে যাওয়ার কথা। কিন্তু তিনি ভুলে যাননি ১৯৮৯ এর সেই সংগ্রামের শুরুর দিনগুলোর কথা, ভুলে যাননি দীর্ঘ বাইশটি বছরের সংগ্রামী জীবনের কথা। তিনি ভেঙে পড়লেননা। তিনি উঠে দাড়ালেন। গ্রামে গিয়ে সবটুকু জমি বন্ধক রেখে এক লাখ টাকা যোগাড় করে ঢাকায় ফিরলেন।
এর মধ্যেই খবর পেয়ে ছুটে এলো লতিফের সহপাঠি আর জুনিয়র কিছু নিবেদিতপ্রাণ ছাত্র-ছাত্রী। মাকে নিশ্চয়তা দিল লতিফের চিকিৎসার খরচা যেভাবেই হোক তারা জোগাড় করবে। লতিফকে তারা সুস্থ করে তুলবেই। নাদিম, বাপ্পি, মামুন, রুবেল, মালেকসহ অনেকেই নেমে পড়লো রাস্তায়। সাহায্যের আকুল আবেদন নিয়ে ছুটে গেল ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্টে। ছাত্র-ছাত্রীরা তাদের দৈনন্দিন খরচা বাঁচিয়ে এগিয়ে এলো লতিফকে বাঁচাতে।
অলরেডি ওরা প্রায় ৩ লাখ টাকা জোগাড় করে ফেলেছে দেখে আমরা অবাক ও অবিভুত হয়েছি। লতিফকে অলরেডি ওরা মহাখালী ক্যান্সার হাসপাতাল থেকে রিলিজ করিয়ে কলকাতার ঠাকুরপুকুরের Cancer Centre Welfare Home & Research Institute এ ভর্তি করিয়েছে। সেখানে লতিফের চিকিৎসা শুরু হয়েছে। টিউমারটা আকারে অনেক বড় হয়ে যাওয়ায় ডাক্তাররা তাকে সরাসরি অপরেশন টেবিলে নিতে পারছেনা। রেডিওথেরাপী আর কেমোথেরাপী দিয়ে টিউমারটা আকার ছোট করে আনার চেষ্টা চলছে এখন। সপ্তাহে ৫ দিন রোজ একটা করে রেডিওথেরাপী দিচ্ছে, চলবে ৫ সপ্তাহ অর্থাৎ মোট রেডিওথেরাপী দিতে হবে ২৫ টি। একই সাথে (সকাল-বিকাল) কেমোথেরাপীও দিচ্ছে। মোট কেমোথেরাপী দিতে হবে ১০ টি, প্রথম সপ্তাহে ৫ টি আর পঞ্চম সপ্তাহে ৫ টি। পাশাপাশি চলবে প্রতি সপ্তাহে একবার করে রক্ত পরীক্ষা। কোর্স শেষ হলে বসবে মেডিকেল বোর্ড। পর্যালোচনা সিদ্ধান্ত নিবে অপরেশন করতে পারবে নাকি থেরাপী চালিয়ে যাবে।
কিন্তু ১০ লাখ টাকাতো অনেক টাকা। এত টাকা ওরা ছোট্ট পরিসরের এই ক্যাম্পাস থেকে কিভাবে জোগাড় করবে। অনেক আগেই ওরা ৩ লাখ টাকা জোগাড় করে ফেলেছে, এটাইতো অনেক বেশি মনে হচ্ছে। ওরা যা করেছে তার জন্য স্যালুট জানাই। ইতিমধ্যে প্রায় ৭ লাখ জোগাড় হয়ে গিয়েছে। বাকি ৩ লাখ টাকা জোগাড় করতে এবার আমাদের মতো উপার্জনক্ষমদেরকে এগিয়ে আসতে হবে। ৩ লাখ টাকা কি আমাদের জন্য অনেক বেশি টাকা। ১ হাজার টাকা করে দিলে মাত্র ৩০০ জনে হয়ে যায়। যারা সদ্য চাকরী বা ব্যাবসাতে ঢুকছে তাদেরকে বাদ দিলাম, যারা দুই বছর বা তার বেশি সময় আগে থেকে চাকরী বা ব্যাবসা করছে তাদের জন্য ১ হাজার টাকা করে দেয়াটা কঠিন না বলেই আমার বিশ্বাস। আর যারা পাঁচ বছর বা তার বেশি সময় আগে থেকে চাকরী বা ব্যাবসা করছে তাদের জন্য ২ হাজার টাকা করে দেয়াটা মোটেই কঠিন হওয়ার কথা না। আমি নিজে ৩ হাজার টাকা দেয়ার অঙ্গিকার করলাম, সোমবারে পৌছে যাবে। এই হিসেবে মাত্র ১৫০ থেকে ৩০০ জন সাহায্যের হাত বাড়ালেই বেঁচে যাবে একটা টগবগে প্রাণ, বেঁচে যাবেন একজন সংগ্রামী ‘মা’, বেঁচে যাবে একটা পরিবার।
বর্তমান ছাত্রছাত্রীরা লতিফের জন্য ইতিমধ্যেই যা করেছে তা অভাবনীয়, লতিফকে বাচাঁতে আমাদের কিছু করার এটাই সর্বোচ্চ সময়। আমরা কি পারবোনা বাকি টাকাটা যোগাড় করে সুষ্ঠ চিকিৎসার মাধ্যমে লতিফকে সুস্থ করে তুলতে? আমরা কি পারবোনা টগবগে সেই তরুণটির মধ্যে আবারো তারুণ্য ফিরিয়ে আনতে? নিশ্চই পারবো, পারতেই হবে।